31 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু,আক্রান্ত-৯৩২

দেশে ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু,আক্রান্ত-৯৩২

দেশে ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু,আক্রান্ত-৯৩২

বিএনএ,ঢাকা: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ২৩ জন পুরুষ আর চারজন নারী।সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয় ঢাকায়।এরপর চট্টগ্রাম বিভাগে সাত জন।এছাড়া খুলনা ও রংপুর বিভাগে এক জন করে দুই জন রয়েছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,৬০ বছরের ঊর্ধ্বে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।এই নিয়ে দেশে মোট  ৭ হাজার ৪৭৯ জন মারা গেছেন।

সোমবার(২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৩২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১০ হাজার ৮০ জন।বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪টি, জিন-এক্সপার্ট ২৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ২৯টি।এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩৯টি।আগেরসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার সাত দশমিক ৩৯ শতাংশ।এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক শূন্য ২ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ বলে এতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ