24 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ড্র করে আশা জিইয়ে রাখল পুলিশ-শেখ জামাল

ড্র করে আশা জিইয়ে রাখল পুলিশ-শেখ জামাল

ড্র করে আশা জিইয়ে রাখল পুলিশ-শেখ জামাল

বিএনএ,স্পোর্টসডেস্ক : ফেডারেশন কাপের “এ” গ্রুপের খেলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি।রোববার(২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচের ১০ তম মিনিটে এগিয়ে যায় পুলিশ।ডি-বক্সের ভেতর থেকে অসাধারণ শটে শেখ জামালের জালে বল জড়ান পুলিশের মোহাম্মদ স্বাধীন।এই এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পুলিশ।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সমতায় ফেরে ২০১৫ সালে সর্বশেষ ফেডারেশন কাপের শিরোপা জেতা শেখ জামাল। অধিনায়ক সলোমন কিংয়ের বাড়ানো পাস থেকে পুলিশের জালে লক্ষ্যভেদ করেন জোবে।এর কিছুক্ষণ পরে দ্বিতীয় গোলে দেখা পেত শেখ জামাল দলটি কিন্তু ওতাবেকের শট নেহালের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে যদি না ফিরলে।

৭৭তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন শেখ জামালের আরিফুল ইসলাম।গোল হজম করে আক্রমণের ধার বাড়িয়ে দেয় শেখ জামালের খেলোয়াড়রা।গোলও পেয়ে যায় দ্রুত।ওতাবেকের ফ্রি কিক ডিফেন্ডারের গায়ে লেগে বল পেয়ে যান ডি-বক্সে অরক্ষিত থাকা সলোমন কিং। জাল খুঁজে নিতে ভুল করেননি শেখ জামালের গাম্বিয়ান এই ফরোয়ার্ডের।শেষে আর কোন দল গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল।

এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে শেখ রাসেল। শেখ জামাল ও পুলিশের পয়েন্ট ১ করে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ