29 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আ্নুষ্ঠানিক ফল ঘোষিত না হলেও বিভিন্ন কেন্দ্র থেকে ওয়ার্ড ভিত্তিক ফলাফল পাওয়া গেছে। ৪১ ওয়ার্ডের মধ্যে ৩৯ টিতে কাউন্সিলর পদে ভোট দেন নগরবাসী। এবার কোন ওয়ার্ডে বিএনপির প্রার্থী জয় পায়নি।

ওয়ার্ড ভিত্তিক প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সমর্থিত ১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ৫ নম্বর ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন), ৬ নম্বরে আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬ নম্বর ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে শহীদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুল আলম মিয়া, ২০ নম্বরে চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২২ নম্বরে ওয়ার্ডে মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চু, ২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৫ নম্বর ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৭ নম্বর ওয়ার্ডে জাফরুল হায়দার চৌধুরী, ২৮ ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের পুলক খাস্তগীর, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মাহমুদ চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে আব্দুল বারেক, ৪১ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী।

কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৭ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩৬ নম্বর ওয়ার্ডে মোর্শেদ আলী, ২৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াস ও ৯ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দীন জয়ী হয়েছেন।

যদিও নির্বাচন কমিশন অফিস থেকে তাদের বিজয়ী ঘোষণা করা হয়নি। ভোট গণনা সম্পূর্ণ শেষ হলে তবেই তাদের নির্বাচিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ১৮ নম্বর ওয়াের্ডে মোহাম্মদ হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দিতায় এবং ৩১ নম্বর ওয়ার্ডে তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ভোট স্থগিত করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ