30 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের জান্তাবিরোধী বিক্ষোভ

মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের জান্তাবিরোধী বিক্ষোভ

মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের জান্তাবিরোধী বিক্ষোভ

বিএনএ বিশ্ব ডেস্ক: মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির গণতন্ত্রপন্থি বৌদ্ধভিক্ষুরা। শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় এই বিক্ষোভ হয়। সে সময় তারা জান্তাবিরোধী বিভিন্ন শ্লোগান দেন।

আন্দোলনকারীরা বার্তা সংস্থা এএফপিকে বলেন,নিজ দেশে তারা আর নিরাপদ নন। এজন্য ঝুঁকি নিতেই হবে। যারা সত্যকে ভালোবাসেন তারাই জনগণের পাশে রয়েছেন। বিক্ষোভ থেকে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিও দাবি করেন বৌদ্ধা ভিক্ষুরা।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করে সামরিক বাহিনী। সে সময় সু চির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বন্দি করেছিল তারা। তবে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দেয় দেশটির নির্বাচন কমিশন। অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের মুখোমুখি হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

উল্লেখ্য, ২০০৭ সালেও জ্বালানির দাম বাড়ায় মিয়ানমারের তৎকালীন জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ