39 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৭০

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৭০

করোনা আপডেট:২৪ ঘন্টায় করোনাশূন্য চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ১২ জন।এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪ হাজার ৭৭৫ জন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে  চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮টি নমুনা পরীক্ষায় ১১জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৯৪টি নমুনা পরীক্ষায় ৮জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৩টি নমুনা পরীক্ষায় ১৮জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৬টি নমুনা পরীক্ষায় জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ১১জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০২টি নমুনা পরীক্ষায় ১০জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষায় ২ জন,  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় ১জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় ৭০ জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৩৪ হাজার ৭৭৫ জন। মৃতের সংখ্যা ৩৭১ জনে স্থির রয়েছে। যাদের মধ্যে নগরে ২৭০ ও গ্রামে ১০১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে  ৩২ হাজার ৫ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৪১৫ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ২৭ হাজার ৫৯০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ২০ জন ও ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৯৫৭ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ