31 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মার্সেলো রেবেলো দ্বিতীয়বারের মতো পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচিত

মার্সেলো রেবেলো দ্বিতীয়বারের মতো পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচিত

মার্সেলো রেবেলো দ্বিতীয়বারের মতো পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচিত

বিএনএ, বিশ্ব ডেস্ক : দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পর্তুগালের পিএসডি দলের মার্সেলো রেবেলো। নির্বাচনে ৬০.৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

রোববার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিতব্য পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো দেশটির সরকার পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।

জানা গেছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে ক্ষমতাসীন পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির আনা গোমেজ ১২.৯৭ শতাংশ ভোটে দ্বিতীয় এবং ১১.৯০ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী আন্দ্রে ভেনতুরা।

উল্লেখ্য, মার্সোলো ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ