Bnanews24.com
Home » নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা
অপরাধ নোয়াখালী সব খবর

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার রাতে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসপি বলেন,গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর,শাশুড়ি,ভাসুর মারধর করে গত মঙ্গলবার রাতে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় সে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত শিরিন আক্তার (২০) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ইদ্রিস হাওলাদার বাড়ির মো.সেলিমের মেয়ে।
বিএনএ/ গিয়াসউদ্দিন রনি, ওজি