38 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » শীতের মধ্যেই সাতক্ষীরায় বৃষ্টি

শীতের মধ্যেই সাতক্ষীরায় বৃষ্টি

বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আগামী পাঁচদিন

বিএনএ ডেস্ক: ঘন কুয়াশা সাথে হিমেল হাওয়ায় শী‌তের তীব্রতার মা‌ঝেই রাতে সাতক্ষীরা জেলার বি‌ভিন্ন স্থা‌নে কম বেশি বৃ‌ষ্টি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১.৪ মিলিমিটার। বৃষ্টির কারণে সকাল থেকে ঘন কুয়াশা কমেছে একই সাথে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে  শীতের তীব্রতা আরও বাড়বে।

এ দিকে তীব্র শীতে বিশেষ করে ছিন্নমূল মানুষ চরম বিপাকে পড়েছেন। সাতক্ষীরায় ২২ লাখ মানুষের মধ্যে ছিন্নমূলসহ নিম্ন আয়ের মানুষের সংখ্যা প্রায় ৫ লাখের উপরে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ