30 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পাঁচ রাষ্ট্রের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছে :পররাষ্ট্রমন্ত্রী

পাঁচ রাষ্ট্রের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছে :পররাষ্ট্রমন্ত্রী

পাঁচ রাষ্ট্রের কারণে রোহিঙ্গা সংকট ঝুলে আছে :পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা সংকট ঝুলে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চীন ও রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি।

রোববার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতিসংঘ দিবস-২০২১’ উপলক্ষে এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের যা করার দরকার করছে। তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একজন যদি আপত্তি করলে জাতিসংঘ সেখানে কিছুই করতে পারে না।  সংস্থাটির নিজের কোনো শক্তি নেই। তার শক্তি হচ্ছে সদস্য রাষ্ট্রগুলো। ফলে রোহিঙ্গা সমস্যা ও ফিলিস্তিন সমস্যা ঝুলে যাচ্ছে।

ড. মোমেন বলেন, জাতিসংঘে কোনো বিষয়ে কোনো প্রস্তাব পাস করতে গেলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে একমত হতে হয়। যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে তারা আগামিতে সদয় হবে। বিশেষ করে রাশিয়া ও চীন। তারা সদয় হলে অবস্থার পরিবর্তন হবে। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ