Bnanews24.com
Home » লোহাগাড়ায় মৎস্য সপ্তাহ পালিত
বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহত্তর চট্টগ্রাম লোহাগাড়া

লোহাগাড়ায় মৎস্য সপ্তাহ পালিত

লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। রবিবার(২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক।

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা মুুহাম্মদ হেলাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা মৎস্য জীবি লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) মুহাম্মদ বশির আহমদ কোম্পানী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্য জীবি লীগের সভাপতি মুুহাম্মদ আবদুল আজিজ ও উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মুুহাম্মদ মুছাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। মাছে ভাতে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। ‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই।

সভায় উপজেলা সকল দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক,জনপ্রতিনিধিসহ সকল মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। সভায় সফল তিন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

বিএনএনিউজ, রায়হান সিকদার,জিএন