26 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বসেরাদের তালিকায় জবির ৫০ গবেষক

বিশ্বসেরাদের তালিকায় জবির ৫০ গবেষক

বিশ্বসেরাদের তালিকায় জবির ৫০ গবেষক

বিএনএ, জবি : অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২২-এ স্থান করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০জন শিক্ষক। তালিকায় থাকা বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তারা।

শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।

তালিকায় জবি গবেষকদের মধ্যে প্রথম এবং বাংলাদেশের মধ্যে ১৮তম স্থানে রয়েছেন অধ্যাপক কামরুল আলম খান, দ্বিতীয় স্থানে রয়েছেন সালেহ আহাম্মেদ ও তৃতীয় স্থানে রয়েছেন মো. শরিফুল আলম।

তালিকায় স্থান পাওয়া অন্যান্য শিক্ষকরা হলেন মো. সায়েদ আলম, মো. মুশাররফ হোসাইন,সায়েদ তাসনিম তৌহিদ, মো. দেলোয়ার হোসাইন, এম এ মামুন, কুতুব উদ্দিন, মো. আল-আমিন হক, আতিকুল ইসলাম, মো. জুলফিকার মাহমুদ, মো. নূরে আলম আব্দুল্লাহ, মোহাম্মদ লোকমান হোসাইন, আতিকুল ইসলাম, রাজিবুল আকন্দ, মোহাম্মদ আলী, মো. শাহজাহান, জয়ন্ত কুমার সাহা, জাহিদ হাসান, এ কে এম লুৎফর রহমান, মইনুল হাসান, মো. আব্দুল বাকী, সজল হালদার, শান্তনু কুমার সান্যাল, সায়েমা খানম, সজীব সাহা, মল্লিক আকরাম হোসাইন, পরিমাল বালা, মো. ইলিয়াস, আল হাকিম, বিশ্বজিৎ কুমার বিশ্বাস, লাইসা আহমেদ লিসা, মো. আবু লায়েক, মো. আব্দুল কাদের, মো. সারোয়ার আলম, মো. সগীর হোসাইন খন্দকার, আব্দুল্লাহ আল মমিন, কাজী সাখাওয়াত হোসাইন, মো. বায়েজিদ আলী, মো. রিওন তানভীর, মনোয়ারুল ইসলাম, মো. রাজদৌলা রাফি, তাপস চন্দ্র পাল, এ এম এম গোলাম আদম, হাসিবুল হাসান, মো. জহির উদ্দীন আরিফ, শারবান তহুরা, মো. একরামুল করিম ও মোশতাক আহমেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল বিষয় দুইটি। সেগুলো হল গবেষণার বিষয় এবং একাডেমিক বিষয়। গবেষণা সূচকে এত সংখ্যক শিক্ষকের স্থান পাওয়ার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামও উঠে আসে। এটি নিসন্দেহে গর্বের বিষয়। অবশ্য শিক্ষকরা নিজেদের তথ্য আপডেট করায় আগেরবারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক এই তালিকায় স্থান পেয়েছেন। এ বিষয়ে তারা এখন সচেতন। আমরা আশা করি অতি দ্রুতই এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।।

বিএনএ নিউজ/ সাহিদুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ