29 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » শীর্ষ ৬ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি

শীর্ষ ৬ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি

শীর্ষ ৬ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় রিয়েলমি

[ঢাকা, ২৩সেপ্টেম্বর, ২০২১]বিশ্বব্যাপী শীর্ষ ৬ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়ে নিজেদের সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করেছে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েল মি। কাউন্টার পয়েন্ট রিসার্চের সর্বশেষ মার্কেট রিপোর্ট অনুসারে, বৈশ্বিক ভাবে সেরা ৬ স্মার্টফোন বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে রিয়েলমি।

বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে দেড় কোটি রপ্তানি ও ১৩৫.১ শতাংশ বছর প্রতি প্রবৃদ্ধি নিয়ে ষষ্ঠস্থান অর্জন করেছে। মাত্র ৩ বছরের মধ্যে রিয়েলমি এ সাফল্য অর্জন করেছে।

এ বিষয়ে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাইলি তার খোলা চিঠিতে উল্লেখ করেন, “গত ৩ বছরে আমরা শাবক হিসেবে যাত্রা শুরু করে ধীরে ধীরে এখন সত্যিকারের বাঘে পরিণত হয়েছি’। তিনি আরওবলেন, “গড়ে ২৯ বছরের কম বয়সের তরুণদের নিয়ে গড়ে ওঠা এ টিম অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তবুও তরুণ ট্রেন্ড সেটারদের কাছে পছন্দসই মানসম্মত পণ্য পৌঁছে দিতে এ টিম অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করে গিয়েছে।”

গত কয়েকমাসে রিয়েলমি নতুন নতুন মাইল ফলক অর্জনের মধ্যদিয়ে বিশ্বব্যাপী স্মার্টফোন খাতে অনন্য মাত্রা যোগ করেছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স ২০২১ এর দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুসারে, গত মাসে দ্রুত তম সময়ে ১০ কোটি স্মার্টফোন ডেলিভারি দেয়া স্মার্টফোন ব্র্যান্ডেপরিণত হয়েছে রিয়েলমি। খুব অল্প কয়েক বছরের মধ্যে রিয়েলমি বিশ্বব্যাপী ৬১টিরও বেশি বাজারে কার্যক্রম বিস্তৃত করেছে। এ বাজারগুলোর মধ্যে রিয়েলমি অন্তত ১৮টি বাজারে শীর্ষ ৫টি ব্র্যান্ডের মধ্যে রয়েছে। অন্যদিকে, রিয়েলমি এখন বাংলাদেশের বাজারে শীর্ষ স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড। ক্যানালিসের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি।

সাহসী পদক্ষেপ গ্রহণের কারণে রিয়েলমি’র জন্য এসব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ‘ডেয়ারটুলিপ’ দ্বারা অনুপ্রাণিত হয়ে রিয়েলমি বিশ্বায়নের সম্ভাবনা উন্মোচন, ক্রেতাদের চাহিদা অনুধাবন এবং নান্দনিক ডিজাইন ও ব্যবহার-বান্ধব পণ্যে উন্নত প্রযুক্তি যুক্তকরার মতো কৌশল অনুসরণ করেছে। ট্রেন্ডসেটিং উদ্ভাবন সমৃদ্ধ রিয়েলমি ফোনগুলো তরুণ ও প্রযুক্তি-প্রেমী ব্যবহারকারীদেরকে খুব দ্রুত আকৃষ্ট করেছে।

তরুণ প্রজন্ম কেন্দ্রিক স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তরুণ ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের বাজারে খুবশীঘ্রই এর জিটিসিরিজের ফ্ল্যাগশিপ কিলার ফোন নিয়ে আসবে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের চমৎকার স্মার্টফোন অভিজ্ঞতা দিতে ব্র্যান্ডটি এর তরুণ প্রজন্মবান্ধব সি-সিরিজের দুটি নতুন মোবাইল ও অন্যান্য আকর্ষণীয় এআইওটি পণ্য ও উন্মোচন করবে।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে, ফাইভজি পণ্যের একবিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এর পাশাপাশি, স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে,সাশ্রয়ী মূল্যের ফাইভজি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

 

রিয়েলমি:

ইকমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং  ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে।ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩দিনের মধ্যে ১মিলিয়ন মোবাইল ফোন বিক্রির রেকর্ড গড়েছিল।রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ড ও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল।চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১ টির ও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে।ফেব্রুয়ারি২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বর পূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবা গুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Loading


শিরোনাম বিএনএ