29 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদীর পরিবারে শোকের মাতম

সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদীর পরিবারে শোকের মাতম

সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদীর পরিবারে শোকের মাতম

সাভার প্রতিনিধি:  ঈদের দ্বিতীয় দিনে ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৬) নামে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। সাথে থাকা নিহতের ছোট দুই ভাই গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শেষমেশ তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।

মেহেদী হাসানের মৃত্যুতে বার বার মূর্ছা যাচ্ছেন নিহতের মা জয়নব আক্তার। খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছেন। বড় ছেলের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়ছে নিহতের পরিবার সহ আশেপাশের প্রতিবেশীরা। একে তো বড় ছেলের মৃত্যু, তার মাঝে আবার ছোট ছেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অবস্থা গুরুতর থাকায় ভর্তি রয়েছেন আইসিইউতে।

দুঃখিনী মায়ের অনেক স্বপ্ন ছিল বড় ছেলে মেহেদী হাসানকে নিয়ে। সড়ক দুর্ঘটনায় বড় ছেলে মেহেদী হাসানের মৃত্যুতে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো। ভেঙে গেল সাজানো স্বপ্ন। এখন শুধু ছোট ছেলে মাহিমের সুস্থতাই তাদের কাম্য।

অন্ধেরযষ্টি
এদিকে নিহত মেহেদী হাসানের আপন চাচাতো ভাই নাঈম হাসানের অবস্থাও আশঙ্কাজনক। নিবিড় পর্যবেক্ষণে (ইনটেন্সিভ কেয়ার ইউনিট) রয়েছে। ১৬ঘন্টা অতিবাহিত হলেও জ্ঞান ফিরে আসেনি নাঈমের। আহত নাঈম হাসান ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলী বেলীশ্বর গ্রামের মৃত মোঃ পাখির একমাত্র ছেলে। নাঈমের জন্মের তিন বছর পরে তার পিতা হৃদরোগে মারা যায়। পরিবারে পাখির স্ত্রীর একমাত্র সম্ভল বলতে নাঈম ছাড়া আর কেউ নেই। পাখির স্ত্রীর বেঁচে থাকা, সুখ দুঃখ নাঈমকে ঘিরে।

বিএনএনিউজ, ইমরান খান,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ