23 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ডের পর রেকর্ড

বিএনএ: রাজধানীর বেশ কয়েকটি এলাকায় শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে আগারগাঁও, সাতমসজিদ ও সেনানিবাস গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার থেকে আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোওয়াট ভোল্টের (কেভি) সঞ্চালন লাইনের জরুরি মেরামতের কাজ করা হবে। এতে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো ধানমন্ডি, আগারগাঁও, সেনানিবাস, শেরেবাংলা নগর, বিজয় সরণিসহ আরও কিছু এলাকা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ