16 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রংপুরে বাস চাপায় নিহত ৪

রংপুরে বাস চাপায় নিহত ৪

রংপুরে বাস চাপায় নিহত ৪

বিএনএ রংপুর: রংপুর নগরীর নব্দীগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নব্দীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম অনীল চন্দ্র (৪৫) বলে জানা গেছে। বাকিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস নব্দীগঞ্জ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

এদিকে, দুর্ঘটনার পর রংপুর-লালমনিরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। পরে একঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাসটিকে আটক করা গেলেও বাসচালক পালিয়ে গেছেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ