34 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মোংলা বন্দরে ইঞ্জিন-বগি নিয়ে মেট্রোরেলের একাদশ চালান

মোংলা বন্দরে ইঞ্জিন-বগি নিয়ে মেট্রোরেলের একাদশ চালান


বিএনএ, মোংলা: মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে এসে পৌঁছেছে আটটি বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারিজ পণ্য। সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি হোসি ক্রাউন’ এসব পণ্য নিয়ে বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বিদেশি জাহাজটি।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারী পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।

দুপুর নাগাদ জাহাজটি হতে কোচ, ইঞ্জিন ও মেশিনারী মালামাল নামানোর কাজ শুরু করা হবে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। আর পণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার বন্দর ত্যাগ করবে। মোংলা বন্দর দিয়ে এ পর্যন্ত মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ