বিএনএ, ঢাকা: তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। সূর্যের প্রখর তাপে মানুষ ও প্রাণীর অবস্থা কাহিল। দিনে ও রাতে ক দিন ধরে চলছে এমন অবস্থা। পরিস্থিতির পরিবর্তন হতে আরো কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সবচেয়েবেশি খারাপ অবস্থা সাধারণ দিনমজুর, গাড়ি চালক ও রোদে কাজ করা মানুষের। শরীর থেকে সারাক্ষণই ঝড়ছে ঘাম আর ঘাম।
শনিবার(২২মে) আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্দামান সাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে , যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রুপ লাভ করতে পারে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও আঘাতহানার সম্ভাবনা রয়েছে।
শনিবার ঢাকায় সর্বোচ্চ ৩৭দশমিক ৯ডিগ্রী সেলসিয়াস, চট্টগ্রামে ৩৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আগামীকাল সূর্য উদয় ঢাকায় ভোর ৫টা ১৩মিনিটে।
চট্টগ্রাম অফিস থেকে জানানো হয়, বন্দর নগরীর অবস্থা প্রায় একই। শনিবার দুপুরের দিকে প্রচণ্ড গরম ঘামে ক্লান্ত ভ্যান চালক, রিকশাচালক ও শ্রমজীবী মানুষদের গাছতলায় ও ছায়ায় আশ্রয় নিতে দেখা যায়। বেশিরভাগ মানুষ শরবত ও ঠাণ্ডা পানি পান করছে।
বিএনএনিউজ২৪/এসজিএন