38 C
আবহাওয়া
৪:০১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ১৮ বছর পর এটিপি র‍্যাঙ্কিংয়ে পেছাল নাদাল

১৮ বছর পর এটিপি র‍্যাঙ্কিংয়ে পেছাল নাদাল

নাদাল

স্পোর্টস ডেস্ক: ২০০৫ সালের এপ্রিলে প্রথমবার এটিপি র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। এরপর থেকে দীর্ঘ ১৮ বছর তিনি এই তালিকার প্রথম দশে থেকেছেন। অবশেষে দৃশ্যপট পাল্টে প্রায় দুই দশক পর এই তালিকার প্রথম দশের বাইরে চলে যেতে হল তাকে।

সম্প্রতি পুরুষ বিভাগের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে এটিপি। যে তালিকায় প্রথম দশে জায়গা হয়নি রাফায়েল নাদালের। অন‌্যদিকে সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচকেও তালিকার প্রথমস্থান ছেড়ে দিতে হয়েছে। তার জায়গায় এসেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।

চলতি বছরে নাদাল শেষবার মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে। চোটের কারণে সেই আসরের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছিল তার। এরপর চলতি বছরে আর খেলতে না পারায় ৬০০ পয়েন্ট হারাতে হয়েছে নাদালকে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে আছেন এই স্প্যানিয়ার্ড।

একনজরে দেখে নেওয়া যাক, সদ্য প্রকাশিত এটিপি র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে অবস্থান করা তারকাদের-

১) কার্লোস আলকারাজ (৭৪২০ পয়েন্ট)
২) নোভাক জকোভিচ (৭১৬০ পয়েন্ট)
৩) স্টেফানোস সিসিপাস‌‌‌ (৫৭৭০)
৪) ক্যাসপার রুড (৫৫৬০),
৫) ড্যানিল মেদভেদেভ (৪৩৩০),
৬) ফেলিক্স অগার অ্যালিসমে (৩৪১৫)
৭) আন্দ্রেই রুভলেভ (৩৩৯০),
৮) হোলগার রুনে (৩৩২৫),
৯) হুবার্ট হুরকাজ (৩০৬৫),
১০) টেলর ফ্রিতজ(২৯৭৫)।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ