29 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইরাকে জোড়া বোমা হামলায় নিহত-২৮

ইরাকে জোড়া বোমা হামলায় নিহত-২৮

ইরাকে জোড়া বোমা হামলায় নিহত-২৮

বিএনএ,ঢাকা:ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত একটি বাণিজ্যিক সড়কে বিরল আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে।আহত হয়েছে আরও ৭৩ জন।বৃহস্পতিবার(২১ জানুয়ারি)এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।কয়েক মাস তুলনামূলকভাবে শান্ত থাকার পর এই হামলার ঘটনা ঘটলো বলে জানায় সংবাদ মাধ্যম খবর আল জাজিরা।

বাগদাদ অপারেশন্স কমান্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজ্জাউয়ি ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেছেন,তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকার জনাকীর্ণ একটি মার্কেটে ওই জোড়া বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল মুহান্না বলেছেন,প্রথমে একজন আত্মঘাতী ঐ এলাকায় পৌঁছে নিজেকে খুব অসুস্থ হিসেবে তুলে ধরেন।এরপর তার সাহায্যে অন্যেরা এগিয়ে গেলে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।আহতদের সাহায্য করতে যখন আরও মানুষ জড়ো হন তখন দ্বিতীয় হামলাকারী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বহু সংখ্যক মানুষ হতাহত হয়।ঘটনাস্থল বাণিজ্যিক এলাকা হওয়ায় সব সময় সেখানে মানুষের ভিড় থাকে।

ঘটনার পরপরই পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করে ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ।তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে,আনুষ্ঠানিকভাবে ঘোষিত সংখ্যার চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে।  সেখানে বিস্ফোরণ ঘটেছে,সেখানে সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি হতো।

ইরাকে ২০০৩ সালে মার্কিন হামলার পর দেশটিতে পরবর্তী কয়েক বছর ধরে সহিংস সাম্প্রদায়িক হামলা ঘটে।তবে গত কয়েক বছরে রাজধানীতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা অনেকটা কমে আসে।সবশেষ ২০১৯ সালের জুনে এ ধরনের হামলার ঘটনায় কয়েকজন নিহত হয়েছিল।

এদিকে,ইরাকে অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ইরান অতীতের মতো এখনও বাগদাদ সরকারের সঙ্গে আছে এবং সব ধরণের সহযোগিতার জন্য প্রস্তুতি ঘোষণা করছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ