23 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা


বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁও থানার বাগিচা এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ইয়াসিন আহমেদ (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের শ্যালিকা স্বর্না আক্তার জানান, আমার দুলাভাই একটি গ্যারেজে কাজ করেন। বোন ও দুলাভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারা খিলগাঁও বাগিচায় ৩৪ নম্বর বাসায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, আমার বোন শেফালী আক্তার সুমি প্রায় সময় মোবাইলে কার সঙ্গে কথা বলতো এই নিয়ে তার সাথে ঝগড়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক যুবককে অচেতন অবস্হায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শ্যালিকা আমাদের জানায় পারিবারিক কলহের জেরে সে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ