27 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ফিনল্যান্ড-সুইডেন হামলার শিকার হলে পাশে থাকবে পোল্যান্ড

ফিনল্যান্ড-সুইডেন হামলার শিকার হলে পাশে থাকবে পোল্যান্ড

প্যোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি

বিএনএ বিশ্বডেস্ক :প্যোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি  বলেছেন,  রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের আগেই হামলার শিকার হলে দেশ দুটির পাশে দাঁড়াবো আমরা।  আমি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানকে ইউরোপে নিরাপত্তা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করি।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এক সংবাদ সম্মেলনে মাতায়ুজ মোরাভিয়েস্কি বলেন, আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে সুইডেন বা ফিনল্যান্ডে তাদের যোগদানের (প্রক্রিয়া) সময় আক্রমণের শিকার হলে পোল্যান্ড তাদের সাহায্য করবে।

উল্লেখ্য,ফিনল্যান্ড ও সুইডেন বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করেছে। ন্যাটো জোটের সদস্য হতে দেশ দুটির কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ