39 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে বন্যার কারণে পেছাল শিক্ষক নিয়োগ পরীক্ষা

সিলেটে বন্যার কারণে পেছাল শিক্ষক নিয়োগ পরীক্ষা


বিএনএ, ঢাকা: বন্যা পরিস্থিতির কারণে সিলেটে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (দ্বিতীয় ধাপ) পেছানো হয়েছে। এ পরীক্ষা তৃতীয় ধাপের সাথে আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। তবে বাকি জেলাগুলোতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে।

বুধবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সেই হিসেবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী।

গত ২২ এপ্রিল প্রথম ধাপে ঢাকাসহ ২২টি জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪ জেলার সম্পূর্ণ পরীক্ষা নেওয়া হয়। এসব জেলার মধ্যে ছিল— চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট।

আর ৮ জেলার আংশিক পরীক্ষা পরীক্ষা নেওয়া হয়। জেলাগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

এদিকে ১২ মে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রথম দফায় ২২ জেলার ফল প্রকাশ করে। এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়। পরীক্ষার ফলাফল জানানো হয় http://www.dpe.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।

প্রথম ধাপে ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী আবেদন করে। দ্বিতীয় ধাপে ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ এবং তৃতীয় ধাপে ৪ লাখ ২৭ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২০ মে অনুষ্ঠিত হলেও কেবল সিলেট জেলার পরীক্ষা স্থগিত থাকবে। ২০ মে স্থগিত পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ৩ জুন তৃতীয় ধাপে ৩১ জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ