34 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভরিতে আরও ৯৩৩ টাকা কমল সোনার দাম

ভরিতে আরও ৯৩৩ টাকা কমল সোনার দাম


বিএনএ, ডেস্ক : সোনার দাম ভরিতে আরও ৯৩৩ টাকা কমেছে। এর ফলে ২২ ক্যারটের  প্রতিভরি সোনার দাম দাঁড়ালো ৮২ হাজার ৩৪৮ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার(১৯ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। ।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেট ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতিভরি ৫৫ হাজার ৮৭০ টাকায় বিক্রি হবে।

এর আগে, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছিল ৮৩ হাজার ২৮০ টাকায়। ২১ ক্যারেট বিক্রি হবে ৭৯ হাজার ৪৯০ টাকায়। আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৮ হাজার ১১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫৬ হাজার ৪৫৩ টাকায় বিক্রি হয়েছে। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ