31 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ২৩ জানুয়ারি থেকে সারাদেশে শুরু হচ্ছে জনশুমারি

২৩ জানুয়ারি থেকে সারাদেশে শুরু হচ্ছে জনশুমারি

২৩ জানুয়ারি থেকে সারাদেশে শুরু হচ্ছে জনশুমারি

বিএনএ,ঢাকা: আগামি ২৩ জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। সোমবার(১৮ জানুয়ারি)রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সে সময় তিনি আরও বলেন,সঠিক তথ্যের কোনো বিকল্প নেই।টিম ওয়ার্ক করতে হবে।প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালাতে হবে।আগে তথ্যের জন্য মানুষ বিশ্বব্যাংকের কাছে যেত।এখন তথ্যের জন্য বিশ্বব্যাংকই পরিসংখ্যান ব্যুরোর কাছে আসে।এখন এ আগ্রহটা তৈরি হয়েছে।এটা ধরে রাখতে হবে।

নির্বাচন কমিশনে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে এম এ মান্নান বলেন,তিনি দেখেছেন প্রকল্প বাস্তবায়নে প্রচুর কেনাকাটা করা হতো।যার সবটা কাজে লাগতো না।এতে নানা অনিয়ম এমনকি রাষ্ট্রীয় অর্থের প্রচুর অপচয় হতো। প্রয়োজনীয় অর্থ ব্যয়ে কার্পণ্য না করতে পরিসংখ্যান কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।তবে অপচয় কিংবা অনিয়ম না করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী বলেন,চলতি মাসেই মূল শুমারি হওয়ার কথা ছিল।কিন্তু করোনার কারণে অক্টোবর মাসে অনুষ্ঠিত হচ্ছে।ডিভাইস ব্যবহার করে ধৈর্য্য সহকারে তথ্য সংগ্রহ করতে হয়।সঠিক পরিসংখ্যান ভুল বোঝাবুঝির অবসান ঘটায়।

সচিব বলেন,জনশুমারি গণনায় মাঠ পর্যায়ের কর্মীদের গাফলতিতে অনেকই বাদ পড়ে।২০১১ সালের জনশুমারি গণনা থেকে তিনি নিজেই বাদ পড়েছিলেন।এবার যেন না পড়েন। অনেকেই ভালো কাজ করে। কিন্তু দু-একজন ভুল তথ্য দিলে পুরো কার্যক্রমই প্রশ্নবিদ্ধ হয় বলে জানান তিনি।

প্রকল্প পরিচালক কবির উদ্দিন বলেন, জনশুমারি ও গৃহগণনা-২০২১ মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হবে।এগুলো হলো পর্যায়-১,এর আওতায় শুমারির ব্লক এলাকা প্রণয়ন,জিআইএস পদ্ধতি ব্যবহার করে দেশের সব এলাকা ম্যাপ ও জিও কোডের আওতায় স্বতন্ত্র সনাক্তকরণ মাধ্যমে চিহিৃত করা।পর্যায় ২-এর আওতায় শুমারি পরিচালনা দেশের সব খানা, ব্যক্তি এবং আবাসন ইউনিট গণনা করা হবে।পর্যায়-৩ এর আওতায় শুমারি পরবর্তী জরিপ পরিচালনা শুমারির গূণগতমান পরিমাপ করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়,সারাদেশের ১৪৪ জন জোনাল কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।জনশুমারি ও গৃহগণনা ২০২১ কার্যক্রম ৪টি পর্যায়ে সম্পন্ন হবে,জোনাল অপারেশন পরিচালনা, শুমারির তথ্য সংগ্রহ, পিইসি জরিপ পরিচালনা ও আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক জরিপ পরিচালনা।জোনাল অপারেশন প্রথম পর্যায়ে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম ২৩ জানুয়ারি থেকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ