29 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ২০২৫ সালের মধ্যে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা

২০২৫ সালের মধ্যে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা

প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক

বিএনএ, ঢাকা: ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকা ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আরও বলেছেন, সরকার গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার ওয়েবিনারে ‘প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন অ্যান্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড ন্যাশন ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স’শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যেন ফ্রন্টিয়ার টেকনোলজির সঙ্গে সহজেই পরিচিত হতে পারে, এ জন্য সরকার ৩০০ স্কুল অব ফিউচার স্থাপন করছে। এছাড়া করোনায় ৩০০ শতাংশের বেশি টেলিহেলথের বিকাশ ঘটেছে। এই সময়ে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক গড়ে উঠেছে, যার ৯৮ শতাংশই যুক্ত হয় মুঠোফোনে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ