35 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ভোট গ্রহণ চলছে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে

ভোট গ্রহণ চলছে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে

ভোট গ্রহণ চলছে জেলা পরিষদ নির্বাচনে

বিএনএ, চট্টগ্রাম :সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিভিন্ন উপজেলার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে । এবারের নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ভোটার সংখ্যা দুই হাজার ৭৩০ জন। ১৫টি ওয়ার্ডের ১৫টি ভোটকেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণে আছেন ১৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৬০ জন পোলিং কর্মকর্তা। নির্বাচনে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য ১৫ জন ও সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন পাঁচজন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসিয়ে ভোটের চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। তাছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে নিয়োগ দেওয়া হয়েছে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। গঠন করা হয়েছে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল। ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে র‌্যাব, পুলিশ, আনসার মোতায়েন আছে ভোটকেন্দ্রে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ