34 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রুশ টাগবোট ধ্বংসের দাবি ইউক্রেনের

রুশ টাগবোট ধ্বংসের দাবি ইউক্রেনের


বিএনএ, বিশ্বডেস্ক : কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর একটি টাগবোট (সাহায্যকারী জলযান) ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। দু’টি হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে এই সামরিক যানে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এই প্রথম ইউক্রেন পশ্চিমা মিত্রদের ক্ষেপণাস্ত্রের সাহায্যে রুশ জলযানে আঘাতের ঘোষণা দিলো।

এই টাগবোটের সাহায্যে ওদেসা অঞ্চলের দক্ষিণে রুশ নিয়ন্ত্রিত জেমিনি দ্বীপে সেনা, অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়।

ওদেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, ধ্বংসপ্রাপ্ত টাগবোটটির নাম ‘ভ্যাসিলি বেখ’। ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, দুটি হারপুন ক্ষেপণাস্ত্র সরাসরি রুশ টাগবোটে আঘাত হেনেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ অধিদপ্তর বলেছে, কৃষ্ণ সাগরে পূর্ণ মাত্রায় যুদ্ধে দুইবার জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে প্রথম ব্যবহার করা হয়েছে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র, আর আজ ব্যবহার করা হলো বিদেশি হারপুন ক্ষেপণাস্ত্র। আজকের হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ