29 C
আবহাওয়া
৪:১০ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দরপতনের শীর্ষে লুব রেফ

দরপতনের শীর্ষে লুব রেফ


বিএনএ ডেস্ক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ( ১৪ মার্চ) সদ্য তালিকাভুক্ত লুব রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের দরপতন হয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এতে কোম্পানিটি ডিএসই’র দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লুব রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দরপতনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে আছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকায় বেচাকেনা হয়েছে। এ কোম্পানির মোট ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড ডিএসইতে দরপতনের তালিকায় তৃতীয় স্থানে আছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে। এ কোম্পানির মোট ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই’র দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, ই-জেনারেশন, নর্দার্ন ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

Loading


শিরোনাম বিএনএ