24 C
আবহাওয়া
১:০১ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে চলন্ত বাস থেকে ফেলে যাত্রী হত্যার অভিযোগ

রাজধানীতে চলন্ত বাস থেকে ফেলে যাত্রী হত্যার অভিযোগ


বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ভাড়া নিয়ে বিবাদের ঘটনায় আবু সায়েম মুরাদ (৩৫) নামের এক যুবককে বাস থেকে ধাক্কা মেরে নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ অক্টোবর)বিকেলে এ ঘটনা ঘটে।

উত্তেজিত যাত্রী ও জনতা চালক এবং সহকারীর উপর হামলা করে। বাসটিকে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্হায় মুরাদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্হায় রাতে মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে তুরাগ বাসে বাস ভাড়া নিয়ে নিহতের সঙ্গের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালকের সহকারী তাকে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তিনি ওই বাসের চাপা পড়ে মারা যান। তার বাবার নাম এদায়েদ উল্লাহ। মুরাদ একজন চাকরীজীবি ছিলেন। তার বাসা দক্ষিন যাত্রাবাড়ী এলাকায়। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ