30 C
আবহাওয়া
১২:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

চট্টগ্রামে ৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন

চার দফা দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

বিএনএ, চট্টগ্রাম :  চার দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার ( ১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব’র সামনে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ থেকে ৩ বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ,  বিএনবিসি ২০২০ এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রিয় সহ সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক।

বিএনএনিউজ২৪.কম/আমিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ