25 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত

উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত

উত্তরের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত

বিএনএ ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত।রংপুর,দিনাজপুর,নওগাঁ ও রাজশাহীসহ উত্তরের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।যা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।এ সময় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শৈত্যপ্রবাহের পাশাপাশি বিকেল হলেই ঘন-কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি এবং তা অব্যাহত থাকছে পরের দিন দুপুর পর্যন্ত।কুয়াশার কারণে দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের।অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন।এতে করে গরম কাপড়ের অভাবে চরম শীত কষ্টে ভুগছে দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা।বিশেষ করে কৃষি শ্রমিকরা সবচেয়ে বেশী বিপাকে পড়েছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সময়মত কাজে বের হতে পারছেন না অনেক শ্রমিক।কমে গেছে তাদের আয় রোজগারও।অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

গাইবান্ধায় কনকনে ঠাণ্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।ঘন কুয়াশায় মহাসড়কে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।শীতে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী বেষ্টিত চরাঞ্চলের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।আলু, বোরো বীজতলা ও গমসহ বিভিন্ন শস্যে দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ।কুড়িগ্রামের পরিস্থিতিও একই রকম।গোপালগঞ্জে ঠান্ডার দাপট বেড়েছে।আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ।বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা।

আবহাওয়া অধিদপ্তর জানায়,গত বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়।পরদিন বৃহস্পতিবার তা আরও বিস্তৃতি লাভ করে এবং রোববার পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।তবে চলতি মাসজুড়েই শীতের প্রকোপ থাকবে। এছাড়া আগামি দিনে আরও শৈত্যপ্রবাহ আসতে পারে।পাশাপাশি ১৮ জানুয়ারি থেকে কয়েকদিন বৃষ্টির আশংকাও রয়েছে।

আবহাওয়ার ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে,আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে।দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।শুক্রবার(১৫ জানুয়ারি)দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ