32 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » শৈলকুপায় বাস চাপায় কৃষক নিহত

শৈলকুপায় বাস চাপায় কৃষক নিহত

বাসের চাপা

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় আইয়ুব শেখ (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার আসাননগর স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব শেখ দুধসর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। নিহতের ছেলে রাসেল শেখ জানান, রোববার সকালে ভাটই হাটে বাজার করতে যায় তার বাবা। বাজার শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় আসাননগরে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন আরা বলেন, আইয়ুব শেখ গুরুতর অবস্থায় হাসপাতালে এসেছিলো। হাসপাতালে আসার ১ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবার থেকে অভিযোন না থাকলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/আতিক, এমএফ

Total Viewed and Shared : 149 


শিরোনাম বিএনএ