Bnanews24.com
Home » শিরীন আখতার এমপির সাথে নিজাম হাজারী এমপির সৌজন্য সাক্ষাৎ
ফেনী জেলার সংবাদ সংগঠন সংবাদ সব খবর

শিরীন আখতার এমপির সাথে নিজাম হাজারী এমপির সৌজন্য সাক্ষাৎ

শিরীন আখতার এমপির সাথে নিজাম হাজারী এমপির সৌজন্য সাক্ষাৎ

বিএনএ, ফেনী:  ফেনী -১ আসনের সংসদ সদস্য,জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এর আমন্ত্রণে তাঁর ছাগলনাইয়ার বাসভবনে যান ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।এ সময় দুই নেতার মধ্যে দীর্ঘ বৈঠকে ফেনীর রাজনৈতিক, অর্থনৈতিকসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক আবদুর রউফ ভূঁইয়া, ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর মুন্সী নুর হোসেন, যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, উপজেলা ছাত্র লীগের সভাপতি মুন্সি মোর্শেদ আলম ও সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন প্রমূখ।

এছাড়াও নিজাম উদ্দিন হাজারী ছাগলনাইয়ায় আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এসময়  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এম মোস্তফা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাজী কামাল উদ্দিন ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার প্রমূখ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি