29 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধবিরোধী বিক্ষোভ : রাশিয়ায় গ্রেপ্তার ২৫০

যুদ্ধবিরোধী বিক্ষোভ : রাশিয়ায় গ্রেপ্তার ২৫০

যুদ্ধবিরোধী বিক্ষোভ

ইউক্রেনে মস্কোর “সামরিক অভিযান” এর প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়ায়   ২৫০ জনেরও বেশি লোককে আটক করেছে।খবর মস্কোটাইমস। 

রোববার(১৩মার্চ) ওভিডি-ইনফো নামে একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, রাশিয়ার ২৩টি শহরে বিক্ষোভের সময় পুলিশ ২৬৮ জনকে আটক করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান তৃতীয় সপ্তাহ ধরে চলছে।

রাজধানী মস্কোতে একটি বিক্ষোভে উপস্থিত একজন এএফপি সাংবাদিক অন্তত এক ডজন লোককে গ্রেপ্তার করতে দেখেছেন এবং বলেন যে, পুলিশ প্রেসের কাগজপত্র পরীক্ষা করে সাংবাদিকদের ছেড়ে দেয়।

একজন তরুণী ” “peace to the world” ””বিশ্বের শান্তি” বলে চিৎকার করছিল যখন তাকে দুই পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, সাংবাদিক দেখেন।

দাঙ্গা পুলিশের কয়েকজনের হেলমেটে রাশিয়ান পতাকার রঙে “জেড” অক্ষর লেখা রয়েছে, এএফপি রিপোর্টার উল্লেখ করেন।

ইউক্রেনে অভিযানরত রাশিয়ান ট্যাঙ্ক এবং যানবাহনে ‘Z’ স্টিকার লাগানো রয়েছে যেটিকে “বিশেষ সামরিক অভিযান” বলে প্রতীক বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার দ্বিতীয় শহর সেন্ট পিটার্সবার্গেও রোববার অনেকজনকে আটক করা হয়, তারমধ্যে একজন বিক্ষোভকারীকে পুলিশ রাস্তায় মাটিতে ফেলে টেনে টেনে নিয়ে যায় বলে এএফপির সাংবাদিক উল্লেখ করেন।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ