28 C
আবহাওয়া
৩:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা

কক্সবাজারে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা

কক্সবাজারে ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে ট্রাফিক পুলিশ সদস্যদের দেয়া হয়েছে ‘বডি ওর্ন’ ক্যামেরা। রোববার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কলাতলি ডলফিন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

এসময় ট্রাফিক ইনস্পেক্টর নির্মল দেবনাথসহ পুলিশ সদস্যদের শরীরে এ ক্যামেরার লাগানো হয়। পর্যায়ক্রমে জেলার ২০ টি ট্রাফিক পয়েন্টে এ ক্যামেরা সরবরাহ করা হবে।
বডি ওর্ন’ ক্যামেরা

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজ, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন, শওকত হোসেন, তুহিন আহমেদ, মোশাররফ হোসেন খান, সার্জেন্ট ফেরদৌসসহ ট্রাফিক বিভাগের অন্য সদস্যরা।

পুলিশ সুপার জানান, এর মাধ্যমে মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশ ও নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে। তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে। এতে উভয় পক্ষ উপকৃত হবে।

বিএনএনিউজ২৪.কম/ রেজাউল করিম/ এনএএম

Loading


শিরোনাম বিএনএ