28 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » অভিযান চলবে; দ্রুত তেলের বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

অভিযান চলবে; দ্রুত তেলের বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

অভিযান চলবে; দ্রুত তেলের বাজার স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: ‌যতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীরা ঠিকমতো সাপ্লাই দেয়া শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বাজারে অভিযান অব্যাহত থাকবে। ‘বাজারে তেল না থাকা’র যে সংকট সেটি আগামী কয়েকদিনের মধ্যে কেটে যাবে। এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

টিপু মুনশি বলেন, গত ৫ মে নতুন দাম নির্ধারণের পর ৬ ও ৭ মে সাপ্তাহিক বন্ধ ছিল। ফলে পেমেন্ট করে মাল নিয়ে তা ডিস্ট্রিবিউশন করতে সময় লেগেছে ব্যবসায়ীদের। এর বাইরে কিছু অসাধু ব্যবসায়ী আগের দামের কিছু তেল লুকিয়ে রেখেছিল। সেটাও তারা বের করছিল না। এজন্য সংকট হয়েছে। আমরা পদক্ষেপ নিচ্ছি, আশা করি দুই-তিন দিনের মধ্যেই তেলের বাজার স্বাভাবিক হয়ে যাবে।

মন্ত্রী জানান, হয়ত জুন মাস থেকে টিসিবির মাধ্যমে তেল আমদানি করা যাবে। বলেন, তেলে ১০ শতাংশ ভ্যাট কমানো হয়েছে। এখন ভ্যাট ৫ শতাংশ আছে। সেটাও কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দেবে।

টিপু মুনশি বলেন, এই মুহূর্তে ভারত থেকে ১৩-১৪ টাকা কমে তেল বিক্রি করা হচ্ছে। পাকিস্তান থেকে প্রায় ৩৬ টাকা কমে বিক্রি করা হচ্ছে। নেপালের দাম একই রকম আছে। আন্তর্জাতিক বাজারে না কমলে তেলের দাম সরকারের পক্ষে কমানো সম্ভব হবে না।

বিএনএ/এআর

Loading


শিরোনাম বিএনএ