40 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে সন্ত্রাসীর গুলিতে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারে সন্ত্রাসীর গুলিতে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারে সন্ত্রাসীর গুলিতে গৃহবধূর মৃত্যু

বিএনএ, পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়া উপজেলায় সন্ত্রাসীর গুলিতে শেলী আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

রোববার দিবাগত রাতে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেলী আক্তার ওই এলাকার ব্যবসায়ী ফরিদুল আলমের স্ত্রী।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহামুদুল করিম ও মুফিজুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর ছেলে মেহেদী হাসান জানান, দিবাগত রাত ২টার দিকে উপজেলার বুধামাঝির ঘোনা এলাকার নুরুল ইসলামের জমিতে একই এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলেরা রাতের আঁধারে ঘর নির্মাণ করতে যায়।

বিষয়টি জানতে বের হন তার পরিবারের সদস্যরা। এতে সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে মা শেলী আক্তার ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাইফুল ইসলাম ও শাকিব গুলিবিদ্ধ হয়েছেন। তাদের প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এতে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ