বিএনএ, দিনাজপুর : দিনাজপুরে ব্রীজের গার্ডার ভেঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন।শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন,বাস যাত্রী হালিমা খাতুন (৫৫) ও বাসের সুপাভাইজার আব্দুল জলিল (৫০)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারনে এই দূর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে থেকে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহণ বাসটি সকাল সাড়ে ৬টায় মোহনপুর ব্রীজ অতিক্রম করার সময় পূর্ব পার্শ্বে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ,ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ভিতর আটকে পড়া যাত্রীদের পাশাপাশি নারীসহ নিহত ২ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম
হয়। মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
আহত ১৫ জনের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎকরা জানিয়েছেন।
বিএনএ/ শাহ আলম শাহী , ওজি