29 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » এক সপ্তাহে ১১১টি অস্ত্র উদ্ধার যৌথ বাহিনীর

এক সপ্তাহে ১১১টি অস্ত্র উদ্ধার যৌথ বাহিনীর

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ

  ঢাকা : অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত এক সপ্তাহে ১১১টি অস্ত্র উদ্ধার ও ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)রাতে পুলিশ সদর দপ্তর আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে সাতটি রিভলবার, ৩০টি পিস্তল, নয়টি রাইফেল, ১৫টি শটগান, তিনটি পাইপগান, ১৬টি শুটারগান, পাঁচটি এলজি, ১৫টি বন্দুক, একটি একে-৪৭ ছাড়াও একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, একটি টিয়ার গ্যাস লঞ্চার এবং তিনটি করে এসএমজি ও এসবিবিএল রয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ