39 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় : আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯

চট্টগ্রামে করোনায় : আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯

২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৮১৫টি নমুনা পরীক্ষায় ১১৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৬২ জন এবং উপজেলায় ৫৭ জন। এনিয়ে চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪৫৩ জন। এসময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। যাদের মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ২ জন। বৃহস্পতিবার (  ১০  জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০৯টি নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ১৮ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ২৮টি নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২১টি নমুনা পরীক্ষায় ১২ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় ৫ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় ৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

এদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে, এপিক হেলথ ল্যাবে, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৯ জন বেড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৫৩ জন। যাদের মধ্যে নগরে ৪৩ হাজার ১৬৫ জন এবং উপজেলায় ১১ হাজার ২৮৮ জন। একই সময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩৫ জন। যাদের মধ্যে নগরে ৪৫১ জন এবং উপজেলার ১৮৪ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ