28 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » তেল, চিনি ও ছোলায় ভ্যাট প্রত্যাহার

তেল, চিনি ও ছোলায় ভ্যাট প্রত্যাহার

তেল-চিনি ও ছোলায় ভ্যাট প্রত্যাহার

বিএনএ ডেস্ক, ঢাকা: বাজার নিয়ন্ত্রণে রাখতে নিত্যপ্রয়োজনীয় বেশকিছু পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিত্যপণ্যের সেই তালিকায় রয়েছে ভোজ্যতেল, চিনি ও ছোলা। আজ (বৃহস্পতিবার) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে, এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে, সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে। সাধারণ ভোক্তার কাছে কম দামে পণ্য পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হচ্ছে।

মুস্তাফা কামাল বলেন, টিসিবি’র মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে পণ্য সরবরাহের কাজ শিগগিরই শুরু হবে। এজন্য টিসিবি’র সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এতে করে আরও বেশি পণ্য সংগ্রহের পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনাও সম্প্রসারিত হবে।

অর্থমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। রাশিয়া-ইউক্রেন সংকটে আমদানি পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়েছে, বেড়েছে পরিবহন খরচও। এসবের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ি সুযোগ নেয়ায় বেড়েছে জিনিষপত্রের দাম।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ