বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় আভা বিমানবন্দরে একটি বেসামরিক উড়োজাহাজে আগুন ধরে যায়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল-একবারিয়া টেলিভিশন সামরিক জোটের বক্তব্য উল্লেখ করে বলেছে, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে কাপুরুষোচিত হামলা চালিয়েছে হুথি মিলিশিয়ারা। এতে একটি বেসামরিক প্লেনে আগুন ধরে যায়, যা ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনের হুথিরা নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সৌদি আরবে। বেশিরভাগ হামলা প্রতিহত করার দাবি করে আসছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও কয়েকটি হামলা হয়েছে। এই বিমানবন্দরটি ইয়েমেন সীমান্ত থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।
হামলার পরপরই এর দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের মুখপাত্র ইয়েহিয়া সারেই জানিয়েছেন, চারটি বিস্ফোরকযুক্ত ড্রোন দিয়ে সৌদির বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের দেশে অব্যাহত বোমাবর্ষণ এবং বর্বর অবরোধের প্রতিবাদেই এই হামলা।’
বিএনএনিউজ/এইচ.এম।