36 C
আবহাওয়া
১১:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » মাত্র ১৮ বছর বয়সে মেয়র!

মাত্র ১৮ বছর বয়সে মেয়র!

মেয়র

রকমারি ডেস্ক: আমেরিকার আরকানসাসে মেয়র নির্বাচিত হয়ে সাড়া ফেলেছেন এক কলেজশিক্ষার্থী। মাত্র ১৮ বছর বয়স তার। নাম জেলেন স্মিথ।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার আর্ল শহরের মেয়র হিসেবে নির্বাচিত হন আফ্রিকান বংশোদ্ভূত ওই তরুণ।তবে আমেরিকার ইতিহাসে ১৮ বছর বয়সী তরুণের মেয়র হওয়ার ঘটনা নতুন নয়।

২০০৫ সালে মাইকেল সেশনস নামে ১৮ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী মিশিগানের হিলসডেল শহরের মেয়র হন। সেসময় তার স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, আমি তাকে বলে দিয়েছি যে, সে ভোটে জিতলেও স্কুলের ‘হোমওয়ার্ক’ তাকে করতেই হবে। আমি তাকে স্কুল থেকে বরখাস্তও করবো না। পড়াশোনা চালিয়ে যেতে হবে।

ভোটে জেতার পর স্মিথ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আর্লের ভালো অধ্যায় সৃষ্টি করার এখনই সময়।’

তিনি বলেছেন, ‘আপনি যদি কিছু করতে চান, যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই শুরু করতে হবে। আমি ত্রিশ-চল্লিশ বছর বয়সে মেয়র হতে চাইনি। কারণ যেটা আমি এখনই পারবো, সেটার করতে অতদিন কেন অপেক্ষা করবো!’

মেয়রের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন জেলেন স্মিথ। তিনি একজন প্রসিকিউটর হতে চান।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ