30 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশকে আইসিসিরি জরিমানা

বাংলাদেশকে আইসিসিরি জরিমানা

আইসিসি

বিএনএ, স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। সে ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে বাংলাদেশের সব ক্রিকেটারের। বৃহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করেছিল বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।

আইসিসির নিয়ম অনুযায়ী পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। সেক্ষেত্রে দুই ওভার পিছিয়ে থাকার কারণে বাংলাদেশে ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা দিতে হলো।

দ্বিতীয় ওয়ানডেতে তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৯১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে হাসান মাহমুদের জোড়া ধাক্কা খেলেও সিকান্দার রাজার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৪৭.৩ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচ আড়াই ওভার আগে শেষ হলেও জরিমানার হাত থেকে নিস্তার পায়নি বাংলাদেশ। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ফলে আনুষ্ঠানিক শুনানি করার প্রয়োজন পড়েনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ