30 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে বৃদ্ধা পর্যবেক্ষণে

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে বৃদ্ধা পর্যবেক্ষণে

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে এক বৃদ্ধা পর্যবেক্ষণে

বিএনএ ডেস্ক: মাঙ্কিপক্সের উপসর্গ সন্দেহে চুয়াডাঙ্গায় এক বৃদ্ধাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে ওই বৃদ্ধা চিকিৎসা নিতে হাসপাতালে গেলে চিকিৎসকরা মাঙ্কিপক্সে আক্রান্তের সন্দেহ করেন। ওই বৃদ্ধা চুয়াডাঙ্গা উপজেলার শঙ্করচদ্র ইউনিয়নের ভন্ডরদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে বাড়িতে পাঠিয়ে পর্যবেক্ষণে রেখেছে। ওই নারীর ছেলে জানান, তার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফোসকা উঠতে শুরু করে। পরে সকালে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়েছেন মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সকালে বহির্বিভাগে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার হাতের তালু, হাতের আঙুল, শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা ওঠা, জ্বর, মাথা ব্যথা, সম্পূর্ণ শরীর ব্যথা ও শরীরে দুর্বলতা নিয়ে চিকিৎসা নিতে আসেন। আমাদের কাছে মাঙ্কিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক জানানো হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, বৃদ্ধাকে পক্স হিসেবে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চুয়াডাঙ্গা-ঝিনাইদহের সমন্বয়কারী কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে শরীরের নমুনা সংগ্রহ করবেন। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে আসলে তিনি মাঙ্কিপক্স রোগে আক্রান্ত কিনা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ