39 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯

ঢাকায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯


বিএনএ ডেস্ক: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। তাদের সবাই রাজধানী ঢাকার। চলতি বছর মোট ১ হাজার ৩৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হলো।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৮ জন ঢাকার বাইরের।

এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৫৪ জন রোগী। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।

এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ