বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে জেলা কারাগারের সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গিয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুটির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম খাঁন জানান, নিহতের বয়স আনুমানিক ১৪/১৫ বছর। কিশোরের পরনে ছিল পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিএনএনিউজ/এইচ.এম।