36 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » হাইকোর্টে সয়াবিন তেল!

হাইকোর্টে সয়াবিন তেল!

ভোজ্যতেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

বিএনএ, ঢাকা: সয়াবিন তেলের সঙ্গে সবার স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনটি সংশোধন করে মঙ্গলবার(৮ মার্চ) নিয়ে আসতে বলেছেন আদালত।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়ে শুনানি করার জন্যে উপস্থাপন করা হলে এমন মন্তব্য করেন।

সোমবার সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের করা রিট শুনানি হয়।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এডভোকেট সৈয়দ মহিদুল কবির। আদালত রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবিরকে উদ্দেশ্য করে বলেন, রিট আবেদনটি নির্ভুল করে মঙ্গলবার নিয়ে আসুন, আমরা শুনবো। এখানে সবার স্বার্থ জড়িত। পরে এ বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়।

এর আগে জনস্বার্থে গত রোববার দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়। রিটে বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (বিজি), প্রতিযোগিতা কমিশনের মহাপরিচালক, এফবিসিসিআই’র সভাপতি, ডেইলি স্টারের সম্পাদক, টিসিবি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ