29 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। বৃহস্পতিবার এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে ৩-১ গোলে হারায় আবাহনীকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে ৩-১ গোলে জয় পায় বসুন্ধরা কিংস। দুই বছর আগের আসরে প্রথমবার ফাইনালে উঠেছিল বসুন্ধরা কিংস, যে ম্যাচে তাদের হারিয়ে রেকর্ড ১১তম শিরোপা জেতে আবাহনী। ওই হারের শোধ তুলল আবাহনী।

খেলার শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয় দুই দলই। তবে প্রথম গোলের দেখা পায় আবাহনী। ৩১ মিনিটে হাইতিয়ান কার্ভেন্স বেলফোর্টের পাস থেকে আড়াআড়ি শটে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিস্কো। এরপর দ্বিতীয়ার্ধে ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস।  ৫১ মিনিটে ব্রাজিলিয়ান অ্যাটাকার জোনাথন ফের্নান্দেজ একক প্রচেষ্টায় বক্সের মধ্যে ঢুকে লক্ষ্যে শট নেন, যা ক্রসবারের কানায় লেগে গোললাইন পেরিয়ে মাটিতে লাফিয়ে বাইরে চলে আসে এবং তখনই রাউল বেসেরার হেড জালে জড়ায়। গোলটির কৃতিত্ব পান বেসেরা।

নির্ধারিত সময় শেষে সমতা থেকে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেরনান্দেজ বক্সে বল পেয়েও শট নিতে পারেননি। ১০৯ মিনিটে দ্বিতীয় গোলটি পায় বসুন্ধরা। মতিন মিয়ার ডান প্রান্তের ক্রসে প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন বেসেরা। তার পরেই ঘটে বাজে রেফারিংয়ের ঘটনা। শেষের দিকে তোরেসের পাস থেকে আগুয়ান গোলকিপার জিকোকে টপকে গোল করেছিলেন জীবন। তখনই বিতর্কিত অফসাইডের বাঁশি দিয়ে দেন রেফারি। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল শেষ দিকে। খেলা বন্ধ থাকে ৮ মিনিটের মতো। এরপর খেলা শুরু হলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। ইনজুরি সময়ে রবিনিয়োর পাসে ফেরনান্দেজ লক্ষ্যভেদ করলে বসুন্ধরার স্কোর হয়ে যায় ৩-১।

১০ জানুয়ারি ফাইনালে  বসুন্ধরা মুখোমুখি হবে সাইফ স্পোটিং ক্লাবের বিরুদ্ধে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ