বিএনএ, ম্যানচেস্টার: ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে
আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন ইউকে দোয়া ও আলোচনা সভা আয়োজন করে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাদে যোহর ম্যানচেস্টারের শাহজালাল ইসলামিক সেন্টার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি খাইরুল হুদা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আবদুস সবুর, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন হোসাইন, সেক্রেটারী এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশন, ইউকে’র সেক্রেটারী ইব্রাহিম খলিল ইবু, শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আনসার উদ্দিন, সেক্রেটারী জাফর আহমেদ, চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ দিদারুল আলম, আনোয়ারার চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ড. নুরুল হাসান, ফকরুল ইসলাম, মো: মুছা, মো: মহিউদ্দিনসহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
